মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


কুমিল্লায় মসজিদ থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় নামাজের সময় মসজিদ থেকে ডেকে নিয়ে মোমতাহিন হাসান মিরন (১৩) নামে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। রোববার রাতে নগরীর নজরুল এভিনিউ এলাকার মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মিরন কুমিল্লা মডার্ন হাইস্কুলে ৮ম শ্রেণীতে পড়ত। সে নগরীর ঝাউতলা এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

নিহত মিরনের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে মডার্ন স্কুলের একটি অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সঙ্গে সহপাঠীদের বিরোধ হয়। এ নিয়ে সহপাঠীরা তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়। রোববার রাতে শবে বরাতের রাতে নামাজ পড়তে মিরন বাসার পাশের একটি মসজিদে যায়।

সেই মসজিদ থেকে তার সহপাঠীরা তাকে ডেকে নিয়ে নগরীর ঠাকুরপাড়ার মদিনা মসজিদের সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ছেলেকে হারিয়ে শোকে পাথর মা নুসরাত জাহান জানান, রাত ৮টার দিকে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায় মোমতাহিন। রাত ১০টার দিকে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানতে পারেন। পূর্ববিরোধের জেরে শেখ ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের ছাত্র পল্টু, আবির ও আল আমীন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি জেনেছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, একটি অনুষ্ঠানে বসা নিয়ে ঝগড়ার সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের চাচা কামরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ