মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ইউপি চেয়ারম্যানের ভাইকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

পাংশা উপজেলার সরিষা ইউপি চেয়ারম্যানের ভাইকে বুধবার দিবাগত রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পিকুল বিশ্বাস (৪০) ওই এলাকার মৃত জলিল বিশ্বাসের ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বুধবার দিবাগত রাতে পিকুল বিশ্বাস সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে গুলি ও কুপিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, পিকুল বিশ্বাসকে কে বা করা হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ