মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বাবার ট্রাক্টরে লাশ হলো ৪ বছরের জিসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবার ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে লাশ হয়েছে চার বছরের ছোট্ট ছেলে জিসান। গতকাল বুধবার দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে খবর পাওয়া গেছে।

জিসানের বাবা মমিনুল কৃষক। ট্রাক্টর চালিয়ে কৃষিকাজ করেন তিনি। বুধবার সকাল থেকে কাজে বের হওয়ার তাড়া ছিল মমিনুলের। তাই স্বামীর খাবার তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জেসমিন।

অন্যদিকে ছেলে জিসান বাড়ির উঠানেই খেলছিল। খেলতে খেলতে বাবার ট্রাক্টরের নিচে গিয়ে চুপ করে বসেছিল। বাবা মমিনুল ট্রাক্টরটি স্টার্ট দিয়ে বাড়ির বাইরে বের করতে শুরু করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মারা যায় জিসান।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ