বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

বেতুয়া বাইতুন নুর মসজিদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া বাইতুন নুর জামে মসজিদের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ইতিকাফকারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন উত্তরা মাইলস্টোন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ছফিউল্লাহ হাশেমী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লোকমান হেকিম ভূইয়া, মাওলানা কামরুল হাসান মজিব আনছারী, ডা. মোহাম্মদ মহসিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা ছফিউল্লাহ হাশেমী বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মুসলমানদের জন্য বরকতময় মাস। সব অন্যায় পাপাচার প্রতিহত করে ন্যায়ের পথ প্রতিষ্ঠার শিক্ষা দেয় রমজান। রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয়।

আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয়। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের মুত্তাকি হতে হবে। তাকওয়ার মাধ্যমে অপরাধমুক্ত ও আদর্শ সমাজ গঠন সম্ভব। রমজানে তাকওয়াবান সেই ব্যক্তিই হবে যিনি পবিত্র কুরআনের নির্দেশিত পথ থেকে বিচ্যুতি হয়নি।

তাকওয়া অর্জনের মাধ্যমেই সকল ধরনের দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব। সন্ত্রাসী, জঙ্গী এদের সাথে ইসলাম ও মুসলিম উম্মাহর কোন সম্পর্ক থাকতে পারে না। যারা জিহাদকে অপব্যাখ্যা করে সন্ত্রাস করতে চায় তারা মূলত ইসলামের দুশমনদের দালাল হিসাবে কাজ করছে।

তাদের এ ভয়াবহ কুকর্ম থেকে জাতিকে সতর্ক করতে হবে। অন্যথায় তারা ইসলাম, দেশ ও জাতির মহাসর্বনাশ করে ছাড়বে।

তিনি আরো বলেন, রমজানের শেষ পর্যায়ে এসে আমাদের কঠিন এহতেসাব ও আত্মপর্যালোচনা করে প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ সম্ভব হবে। আলোচনা শেষে ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ