সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের একটি সরকারি ভবনে অতর্কিতে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

গতকাল শুক্রবার বিকেল ৪ টা নাগাদ ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মকর্তা। বহুদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন হামলাকারী জনসুবিধা সরবরাহকারী ভবনে নির্বিচারে গুলি চালায়।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান বলেন, হামলাকারী ওই ভবনে ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়ে। এরপর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে ওই হামলাকারীর 'দীর্ঘক্ষণ' লড়াই চলে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়। এর পর হাসপাতালে ওই হামলাকারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ।

দেশটির পুলিশ ধারণা করছে, বন্দুকধারী একাই এ হামলা চালিয়েছে। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ