বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


ওমরাহ পালনে দেশের কল্যাণে প্রধানমন্ত্রীর বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১টার আগে পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শেখ হাসিনা।

রোববার (০২ জুন) সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে নবীর রওজা জেয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।

রোববার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ০৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা। এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ