সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইসলাম রিবোধী সংস্কৃতি প্রচারের দায়ে ৫৪৭ রেস্তোরাঁ বন্ধ, ১১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরানে ইসলামি ঐতিহ্য না মেনে, ইসলাম বিরোধী সংস্কৃতি প্রচারের জেরে  ৫৪৭টি রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। আইন ভাঙার 'অপরাধে' ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসলামি আইন এই রেস্তোরাঁগুলি ভঙ্গ করেছে। এখানে উচ্চস্বরে গান বাজানো হত, যা শালীনতার মাত্রা অতিক্রম করে গেছে। তা ছাড়া যৌনতা থেকে মদ, মাদক - সবেতেই ছিল মদত, যা ইসলামি সংস্কৃতির বিরোধী। সে জন্যই এগুলোকে বন্ধ করানো হয়েছে।

পুলিশ আরও জানায়, 'আমাদের কাজ হচ্ছে কোথাও নৈতিক অবক্ষয় হচ্ছে কি না, তা দেখা। আমাদের মনে হয়েছে এই রেস্তোরাঁগুলি সে সবই অতিক্রম করে গিয়েছে। তারা কোনও আইনই মানছে না। সে জন্যই এই ব্যবস্থা।'

তেহরানের 'গাইডেন্স কোর্টের' প্রধান জানিয়েছেন, এ রকম অনেক ব্যক্তি রয়েছেন যারা নৈতিক অবক্ষয় নিয়ে পুলিশকে জানাতে চান, কিন্তু কী করে তা করবেন বুঝতে পারেন না। তাদের জন্য একটা ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনও রকম বেচাল দেখলেই তারা যেন অভিযোগ জানান। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। গাড়ির মধ্যে কেউ হিজাব সরাচ্ছেন কিনা, নারী-পুরুষ কোথাও একসঙ্গে নাচছেন কি না, ইনস্টাগ্রামে কোনও অনৈতিক পোস্ট হচ্ছে কি না - এসব কিছু নিয়েই অভিযোগ জানানো যাবে।

২০১২ সালে সরকার নির্দেশ দেয়, রেস্তোরাঁ বা ক্যাফেতে এসে ক্রেতারা কী করছেন তার উপর নজরদারির জন্য সিসিটিভি বসানো বাধ্যতামূলক।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ