সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কাশ্মীরের আলোচিত 'আসিফা ধর্ষণ-হত্যা' মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের কাঠুয়ায় আট বছরের শিশু আসিফা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাঠানকোট আদালত।

সোমবার (১০ জুন) ছয় জনকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দেন।

এ মামলায় দোষীরা হলেন- দেশটির প্রাক্তন রেভিনিউ অফিসার সাঞ্জি রাম, বিশেষ পুলিশ আধিকারিক দীপক খাজুরিয়া ও সুরিন্দর কুমার, দুই তদন্তকারী আধিকারিক হেড কনস্টেবল তিলক রাজ ও সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত, পরবেশ কুমার।

এদিকে সাঞ্জি রামের ছেলে বিশালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় আলাদাভাবে তার বিচার কার্য চলছে।

গত বছরের ১০ জানুয়ারি আট বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন বাবা। ঘটনাটি প্রকাশ হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন সাঞ্জি রাম।

এরপর নির্যাতিতার বাবাকে হুমকি দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের আইনজীবীকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সে কারণেই কাঠুয়া থেকে বিচার প্রক্রিয়া পাঠানকোটে সরানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল।

পরবর্তীতে, রাজস্ব দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক সঞ্জি রাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ