মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রাহুলের জন্মদিনে মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি টুইটারে লেখেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। কংগ্রেস সভাপতি সেই টুইটে সাড়া দিয়ে লেখেন, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, আমি এটি সাদরে গ্রহণ করছি।

জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা কংগ্রেস সদর দপ্তরে রাহুলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে #IAmRahulGandhi এবং #HappyBirthdayRahulGandhi হ্যাশট্যাগে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

টুইটারে হ্যাশট্যাগগুলো দিয়ে এত পোস্ট হয়েছে যে হ্যাশট্যাগ দু’টোই সেখানে ট্রেন্ডিং টপিকস ক্যাটাগরিতে উঠে এসেছে।

তাদের মধ্যকার এ শুভেচ্ছা টুইট-বিনিময় হয়তো আসন্ন সময়ে সম্পর্কটার মোড় একটু ঘুরিয়েও দিতে পারে বলে আশা করছেন কেউ কেউ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ