শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


হাটহাজারীতে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মুহাম্মদ রনি (২৩ ) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাটহাজারীর সরকার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি হাটহাজারীর উদালিয়া এলাকার আবু জাফরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন। তিনি বলেন, বাস ও পিকআপ দুটিকে আটক করা হয়েছে। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলউদ্দিন তালুকদার বলেন, ওই চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ