মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরদারকান্দি গ্রামে শনিবার রাতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ইমরান হোসেন সরদার (৩৫) ওই গ্রামের মৃত ফজল সরদারের ছেলে ও নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ইমরান নশাসন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের গাড়ির চালক ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডগরি বাজারে চেয়ারম্যানের বাড়িতে গাড়ি রেখে অটোরিকশা যোগে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নশাসন মাঝিকান্দি বড় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার অটোরিকশাটির গতিরোধ করে এবং কুপিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

ওসি বলেন, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর