মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

সামরিক শাসন জারির দাবি করায় বগুড়ায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিক শাসন জারির দাবি সংবলিত প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে অবস্থান নেওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৩০ জুন) দুপুরে বগুড়ার সাতমাথা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

আটককৃত ওই যুবকের নাম মাসুদার রহমান রানা ওরফে মাসুদ রানা (২৮)। সে নন্দীগ্রাম থানার বাশো গ্রামের মোবারক আলীর ছেলে।

মাসুদ রানার কাছ থেকে উদ্ধার করা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘লাখো লাখো শহিদ ভাইদের মনে ছিল আশা, কোটি কোটি মানুষ পাবে স্বাধীনতা, বীর ভাইদের আশাকে পূরণ করতে জনসম্মুখে কুপিয়ে খুন ধর্ষণ লুটপাট বন্ধ করতে সামরিক শাসন চাই’ নির্যাতিত মানুষ রানা।

সে প্ল্যাকার্ড বুকে নিয়ে সাতমাথা চত্বরে যে স্থানে মানববন্ধন হয় সেখানে একাই দাঁড়িয়ে থাকে। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় আটক মাসুদ রানা জানান, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা তার বিবেক নাড়া দেয়। মূলত ওই খুনের বিচার দাবি করে তিনি অবস্থান নেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগী। তাকে আরও জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ