বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের

চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সংসদ কেন্দ্রীয় মসজিদে মুসলিম নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের নয়া দিল্লির সংসদ ভবনের কেন্দ্রীয় জামে মসজিদে ভারতের চলমান পরিস্থিতি মুকাবিলা করতে মুসলিম নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সংসদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল্লাহ নদভির আমন্ত্রণে দিল্লিসহ বিভিন্ন রাজ্যের মুসলিম সাংসদ ও নেতাগণ উপস্থিত হয়েছেন।

দ্যা ইনকিলাব এর বরাতে জানা যায়, মুসলিম নেতাদের এ বৈঠকে ভারতের বর্তমান পরিস্থিতি মুকাবিলা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সাহারানপুর থেকে সাংসদ হাজি ফজলুর রহমান, শফিকুর রহমান বুরকে এমপি, মোরাদাবাদ থেকে ড. এস আর হাসান।

কেরালা থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সদস্য পি কে কট। আসামের মাওলানা বদরুদ্দীন আজমল, জাভেদ আলী ও রাজ্যসভার সাংসদ মুহাম্মদ। জাতীয় কংগ্রেস পার্টির এমপি মজিদসহ আরো অনেক মুসলিম নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন  ভারতীয় ইসলামী সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সিরাজউদ্দীন কুরাইশি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মোহাম্মদ আদীব, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মহসিন কিডওয়াইও উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম মাওলানা মুহিউল্লাহ নদভি সকল অতিথিদের স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্যে বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের উপর নির্যাতন করছে এক শ্রেণির লোক। আমরা তাদের যত ছাড় দিবো ততবেশি নির্যাতিত হবে মুসলিম। আমাদের এ নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

সাহারানপুরের সাংসদ হাজি ফজলুর রহমান বলেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে আলেমদের আবদান অস্বীকার করতে পারবে না কেউ। তারপরও মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে এ দেশের মাটি। এটি সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমরা এ বিষয়গুলো সংসদের অধিবেশনে এক যোগে উত্থাপন করবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ