শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক সফল রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা গওহরডাঙ্গা মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন। এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় আল্লামা রুহুল আমীন বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন দেশ ও গঠনতন্ত্র রক্ষার পরীক্ষিত সৈনিক ও কল্যাণকামী রাজনীতিবিদ।

তার শাসন আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রচার ও প্রসারে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। সাংবিধানিক রাষ্ট্র ধর্ম ঘোষণা করায় তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ