বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

সৌদি পৌঁছেছেন প্রায় ৮৬ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন হজ মৌসুমে হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী।

সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৬শ ৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৮১ হাজার ২শ ৭ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১শ ২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১শ ১১টিসহ মোট ২শ ৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সৌদি থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব বিষয় জানা গেছে। এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে মক্কায় অবস্থিত বাংলাদেশের হজ অফিস মেডিকেল ক্লিনিক মক্কা ও মদিনা থেকে স্বয়ংক্রিয় (কিয়স্ক মেশিনের সাহায্যে) চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে।

মক্কায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সু-শৃঙ্খলভাবে হজযাত্রীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে সর্বমোট ২৪ হাজার ৮শ ৩ জনকে।

জানা যায়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন।

বিগত অন্যান্য বছরের মতো এবারও মোট হজ গমনেচ্ছুর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্স নিয়ে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ অনুষ্ঠিত হবে আগস্টের ১০ তারিখে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। আগস্টের ১৭ তারিখ থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ