বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার। ত্রাণের জন্য পানিবন্দি পরিবার মারা গেলেও সরকারের মন্ত্রী ও এমপিরা খোঁজ নেন না। বন্যার পানিতে ভাসছে দেশের মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ গিয়ে বসে রয়েছেন।’

শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন নানা রকম গুজব ছড়াচ্ছে, সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলেধরার গুজবের মতো ডেঙ্গু আক্রান্তকে গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে আর তারা বলছেন, এ গুজব নাকি বিএনপির যড়ষন্ত্র।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন। সরকার পরিকল্পিত মামলা দিয়ে জুলুম-নির্যাতন করে জেলে রাখছে। তারপরও বিএনপি মানুষের পাশে আছে, থাকবে।

তিনি আরও বলেন, আইনের বদলে যখন মানুষকে গুলি করে হত্যা করে তখন দেশের মানুষ আইনকে বিশ্বাস করতে পারে না। যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, সেই দেশে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে ১৬ মাস জেলে রেখে নির্যাতন করে অসুস্থ বানিয়েছে সরকার। বর্তমানে তিনি হাঁটতে পারেন না, ঠিকভাবে কথা বলতে পারছেন না।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে ত্রাণ বিতরণ শেষে কুড়িগ্রাম জেলায় ত্রাণ বিতরণ করবেন বলেও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ