বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বিচারকদের নামের আগে ডক্টর বা ব্যারিস্টার ব্যবহার নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

রায়ে বলা হয়েছে, নিম্ন আদালতের বিচারক যিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন বা করবেন বিচার কার্যক্রমের অংশ হিসেবে রায় বা আদেশে তার নামের অংশ হিসেবে ডিগ্রি উল্লেখ করা বাঞ্ছনীয় বা কাম্য নয়। এটা প্রত্যাশা করা ন্যায্য হবে যে বিচারক স্বয়ং প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনায় নিয়ে নামের অংশ হিসেবে উচ্চতর ডিগ্রির ব্যবহার থেকে নিজেদের বিরত রাখবেন।

গত ৭ জুলাই বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রায় দেন।

ইনজামামুল ইসলাম ওরফে জিসানের করা সাক্ষী পুনরায় ডাকার একটি আবেদন গত ১৩ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মুহা. আক্তারুজ্জামানের আদালতে নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামি জিসান। আসামির আইনজীবী আবেদনটি শুনানি না করতে চাইলে হাইকোর্ট আবেদনটি নামঞ্জুরের আদেশ দেন। এক পর্যায়ে আবেদনের সত্যায়িত অনুলিপিতে বিচারক ড. মুহা. আক্তারুজ্জামানের নাম নজরে আসে হাইকোর্টের।

আদালত বলেন, প্রায় আমাদের নজরে আসছে নিম্ন আদালতের বিচারকরা নামের আগে ডক্টর বা ব্যারিস্টার ডিগ্রি ব্যবহার করছেন।

বলা হয়, ডক্টর হলো একটি গবেষণামূলক ডিগ্রি আর ব্যারিস্টার একটি আইনের উচ্চতর ডিগ্রি। সুতরাং ডক্টর বা ব্যারিস্টার কখনো নামের অংশ হতে পারে না। একজন বিচারক উচ্চতর গবেষণা করতে পারেন। সুপ্রিম কোর্টের এ বিষয়ে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। তবে বিচার কার্যক্রমের রায়ে বা আদেশে বিচারকের নামের আগে এসব ডিগ্রি ব্যবহার করা সমীচীন নয়। আদেশ বা রায়ে শুধুমাত্র বিচারকের নাম এবং তিনি কোন আদালতের বিচারক তা উল্লেখ থাকা বাঞ্ছনীয়।

আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মুহা. আকরাম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ