শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আল্লামা মাহমুদুল হাসানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিশিষ্ট আলেমে দীন, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ভয়াবহ বন্যায় দেশের উত্তারঞ্চল ভাসছে। লাখো পানিবন্দী মানুষ আজ অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে আরোও এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি আলেম ওলামার প্রতি বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে সতেচনতা সৃষ্টি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ রোববার এক বিবৃতিতে মজলিসে দাওয়াতুল হকের আমির, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি সবাইকে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে আলেম উলামা মসজিদের ইমাম খতিব, মাদরাসার শিক্ষকসহ সমাজের সামর্থবান লোকদের বুঝাতে হবে এবং বন্যা দুর্গত এলাকায় ত্রাণ, সাহায্য পৌঁছানোর জন্য তাদের উৎসাহিত করার প্রতি জোর দেন তিনি।

উল্লেখ্য, চলতি মৌসুমের বন্যায় এ পর্যন্ত ১৪ জেলায় ৭৫ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে শনিবার পর্যন্ত সারাদেশে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা ১১৪ জন।

বন্যা দেখা দেয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবীবাজার, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুর।

বন্যায় ২৮ জেলার ১৬৩ উপজেলা, ৪৯ পৌরসভা, ৯৬১ ইউনিয়ন এবং ৬ হাজার ৫৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ৫ লাখ ৬৬ হাজার ৩৭৮ ঘরবাড়ি, এক লাখ ৫৩ হাজার ৭৩৩ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

৪৫টি গবাদিপশু, ২২ হাজার ৩৩৯টি হাঁস-মুরগি মারা গেছে বন্যায়। এছাড়া ৪ হাজার ৯৩৯টি শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠান, ৭ হাজার ২৭ কিলোমিটার সড়ক, ২৯৭টি ব্রিজ বা কালভার্ট, ৪৫৯ কিলোমিটারে বাঁধ, ৬০ হাজার ২৮৯টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষয়ক্ষতির প্রতিবেদনে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ