বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বন্যায় দেশের ১৪ জেলায় ৭৫ জনের প্রাণহানি: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যাজনিত কারণে দেশের ১৪ জেলায় ৭৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ রোববার (২৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে শনিবার পর্যন্ত সারাদেশে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা ১১৪ জন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা ৭৫। এটা কী সমন্বয়হীনতা?

দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল বলেন, এটা সমন্বয়হীনতা নয়। অনেক সময় ভিন্ন কোন রোগে হাসপাতালে ভর্তি হয়ে কেউ মারা গেলেও স্বাস্থ্য অধিদফতর বন্যায় মৃত্যের সংখ্যায় যোগ করে। এ কারণে হয়তো এমন হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যার পূর্বাভাসের পর আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। এর মধ্যে জেলা প্রশাসকদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, গত ১ জুলাই স্বাভাবিক মজুদের অতিরিক্ত হিসেবে দেশের ২৮ জেলায় ৫৯ হাজার কার্টন শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়। গত ৭ জুলাই দুর্যোগ মোকাবেলায় আপদকালীন মজুদ হিসেবে বরাদ্দের অতিরিক্ত আরও ১০ হাজার ৯০০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ বরাদ্দের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রথম পর্যায়ে বন্যা দেখা দিলে সরকারিভাবে আমরা ১১ তারিখে বিশেষ বরাদ্দ হিসেবে ২২টি জেলায় ৬ হাজার ৬০০ মেট্রিকটন চাল বরাদ্দ এবং ১ কোটি ২০ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজনের যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ