বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিদ্যালয়ের দেয়াল ধ্বসে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরনো দেয়াল ধ্বসে ২য় শ্রেণির মিনা আকতার (৮) নামে এক ছাত্রী মারা গেছে।

আজ সোমবার ওই স্কুলের ফুল বাগানের দেয়ালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। মিনার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইসলামপুর এলাকায়। সে ওই এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে এবং ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, মিনা কয়েকজন বান্ধবীসহ স্কুলের সামনের ফুল বাগানের দেয়ালের সামনে দাঁড়িয়ে ছিল। আকস্মিক ওই দেয়ালটি তার ওপর ভেঙে পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার কবির শিমুল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল চলাকালীন ক্লাশ না নিয়ে শিক্ষকরা শিক্ষকরা অফিসকক্ষে বসে খোশগল্প করায় শিশু শিক্ষার্থীরা বাইরে বের হয়ে এসেছিল। দেয়াল ধ্বসে পড়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করেননি বলে অভিযোগ অভিভাবকদের।

এ কারণে অভিভাবকরা বিক্ষোভ করেন। এসময় শিক্ষকরা বিদ্যালয় কক্ষে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।

এ ঘটনার পর পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহা. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মুহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মুহাম্মদ ইউসুফ আলী বলেন, ঘটনার পরপর স্কুল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করি। স্কুলের একটি দেয়াল ধ্বসে শিশুটি চাপা পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কোনো অবহেলা থাকলে রিপোর্টের পর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ