আওয়ার ইসলাম: তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্ন-চোরাচালানীদের কাছ থেকে প্রায় এক হাজার বছরের একটি কুরআন উদ্ধার করেছে।
২ আগস্ট (শুক্রবার) দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশ থেকে কুরআনের কপিটি উদ্ধার করা হয় বলে জানায় তুর্কি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সূত্র।
প্রদেশের ইতাগান জেলায় তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী জানদারমেরি বাহিনীর চোরাচালানীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনায় হরিণের চামড়ায় মোড়ানো হাতে লেখা এই কুরআনের পান্ডুলিপিটি উদ্ধার করা হয়।
এ সময় দুইজন চোরাচালানীকে এই পান্ডুলিপি বিক্রয়ের চেষ্টার অভিযোগে আটক করা হয়।
আরএম/