শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ডেঙ্গু রোধে সিটি করপোরেশনের পদক্ষেপে অসন্তুষ্ট হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপে অসন্তুষ্ট হাইকোর্ট।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংস্থা তিনটির প্রতিবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কখন, কোথায় ও কয়জন ওষুধ ছিটাচ্ছে তাও জানতে চেয়েছে আদালত।

এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানি, প্রয়োগ, ফলাফল ও ডেঙ্গু রোগের সবশেষ অবস্থা তুলে ধরে প্রতিবেদন দেয় ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। আদালতের নির্দেশে এ প্রতিবেদন দিয়েছে সংস্থা তিনটি।

কিন্তু এই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি আদালত। ডেঙ্গু মোকাবিলায় তাদের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মনে করে হাইকোর্ট।

আদালত বলেছে, দুই সিটি করপোরেশন ডেঙ্গু রোধে ব্যবস্থা নিলেও তাতে রোগী কমেনি। হাসপাতালের হিসাবেই তার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সরকারের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপও জানতে চেয়েছে আদালত। পরবর্তী আদেশের জন্য সময় ঠিক করেছে সোমবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ