সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


কাশ্মীরিদের পক্ষে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিরীহ ও নির্দোষ কাশ্মীরিদের পক্ষে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন।  ইমরান খান বলেন, কাশ্মীরে চলমান ভারতীয় বর্বরতার হিসাব নিকাশ চাওয়া বিশ্বসম্প্রদায়ের কর্তব্য।

বৃহস্পতিবার এই খবর দিয়েছে পাকিস্তান ভিত্তিক উর্দু গণমাধ্যম ডেইলি পাকিস্তান। তবে কোথায়, কখন ইমরান খান এ কথা বলেছেন তা উল্লেখ করেনি পাক-গণমাধ্যমটি।

ইমরান বলেছেন, কাশ্মীর সকল মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত। ভারত সরকার জম্মু ও কাশ্মীরের উপর অবৈধ নিয়ন্ত্রণ চালাচ্ছে। কাশ্মীরিদের থেকে ইবাদতের অধিকার পর্যন্ত হরণ করেছে ভারত সরকার। ঈদুল আযহার নামাজ পড়ারও অনুমতি দেয়া হয়নি তাদেরকে।

পাক প্রধানমন্ত্রী  বলেন,বিশ্বে ধর্ম ও বিশ্বাসের ভিত্তিতেই আজ মানুষের উপর সহিংসতা। বিশ্ববাসীর উচিত কাশ্মীরি গণহত্যার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ