শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফারুকী হত্যার বিচার দাবিতে গিয়াস উদ্দিন তাহেরীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর  হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা।

২৫ আগস্ট রবিবার সকাল ১০ টায় ভৈরবের দুর্জয় মোড় চত্বরে আহলে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচিত ব্যক্তি দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত- তাহেরীমানব বন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে যারা নূরুল ইসলাম ফারুকী হত্যার সাথে জড়িত তাদের অচিরেই গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।

মুফতি রেজাউল মোস্তুফা আল ক্বাদরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী।

মানববন্ধনের পূর্বে সকাল ৯ টা ৩০ মিনিটে ভৈরব নাটাল মোড় সংলগ্ন এলাকায় সংগঠনের সকল নেতাকর্মী জমায়েত হয়। পরে সেখানথেকে একটি মিছিল দুর্জয় মোড়ে গিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে। মিছিলটি পরে চাঁন ভান্ডার মাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুনুর রশীদ রেজভী, হাফেজ তোফাজুল হোসেন ভৈরবী, আলহাজ্ব উমর ফারুক আল হোসাইনী, রুবেল হোসেন, খন্দকার শাহ মোঃ দীন ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ