শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেয়া দুঃখজনক: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নির্মূলে ‘চিরুনি অভিযানে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের বাসায় মশক নিধন দলকে ঢুকতে না দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে চতুর্থ দিনের মতো চিরুনি অভিযান চলাকালে তিনি এ সন্তব্য করেন।

মেয়র আতিক বলেন, মন্ত্রীর বাসায় মশক নিধন কর্মীদের ঢুকতে না দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক। নির্মাণাধীন ভবনে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করছি। আবাসিক বাড়িগুলোতে প্রথমবার গিয়েই ফাইন করছি না।

তিনি বলেন, আমরা বাসা বাড়িতে গিয়ে তাদের সাহায্য করছি সবাইকে দেখানোর জন্যে, যে বাসার কোন কোন জায়গায় ময়লা জমতে পারে, পানি জমতে পারে, এডিস মশার জন্ম হতে পারে। আমি অনুরোধ করবো সবাইকে আমাদের সাহায্য করার জন্য।

প্রসঙ্গত, এডিস মশা নির্মূলে ‘চিরুনি অভিযানের’ তৃতীয় দিনে মঙ্গলবার গুলশানের পার্ক রোডে অবস্থিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে ঢুকতে পারেনি এডিস মশার লার্ভা ধ্বংসে নিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ