সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


আফগানিস্থান থেকে অর্ধেক সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, রাজী নয় তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনা কমিয়ে ৮৬০০ জন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়্যার খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ফক্স নিউজের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আফগানিস্থান থেকে প্রায় অর্ধেক সেনা কমিয়ে ৮৬০০ জন করার ঘোষণা দিয়েছেন তিনি।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে বলে জানায় আল আরাবিয়া। তবে তালেবান সদস্যরা ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং আফগানিস্থান থেকে সব সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও  ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: আর আরাবিয়্যা উর্দু।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ