শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


পাকিস্তানি পতাকা নিয়ে ভারতে মিছিলের অভিযোগ, ৩০ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেরালায় একটি কলেজ ক্যাম্পাসে পাকিস্তানি পতাকার আদলে একটি সংগঠনের পতাকা নিয়ে মিছিল করায় ৩০ ছাত্রকে আটক করেছে পুলিশ। তবে ছাত্রদের দাবি, এটি পাকিস্তানের পতাকার মতো দেখতে হলেও এটি আসলে তাদের সংগঠনের পতাকা।

কেরালার কোঝিকোদে জেলার পেরামব্রা এলাকায় অবস্থিত সিলভার কলেজের ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে।

কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারাভিযানে ওই পতাকা নিয়ে মিছিল করছিল বলে জানায় কলেজটির মুসলিম ছাত্রদের সংগঠন এমএসএফ (মুসলিম স্টুডেন্ট ফ্রন্ট)।

ছাত্রদের দাবি, ওটা পাকিস্তানের নয় মুসলিম স্টুডেন্ট ফ্রন্টেরই পতাকা। তবে অনেকটা একরকমের দেখতে। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।

একই কথা বলেছেন ওই কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান একে থারুভাইও। তিনি বলেছেন, মুসলিম স্টুডেন্ট ফ্রন্টের ওই পতাকাটি নিচু করে উড়ানো হচ্ছিল। তাই ওটা পাকিস্তানের জাতীয় পতাকার মতো দেখিয়েছে। ওইদিন ছুটি ছিল বলে কলেজ প্রশাসনের কেউ ছিল না। তবে বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ার পর তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ছাত্রদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হবে। এতে জেল জরিমানা উভয় দণ্ডই হতে পাবে। এমকি ছাত্রত্বও বাতিল হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ