শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফ্লাইওভারে পাঠাও চালক হত্যাকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শাহজাহানপুরের মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক মিলনকে গলা কেটে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নুরুজ্জামান অপু নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল রোববার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আটক অপু গত ২৫ আগস্ট রাতে পাঠাও চালক মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন।

ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ