শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


অবশেষে দীর্ঘ আট বছর পর ভোলার লালমোহনে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে দীর্ঘ আট বছর পর ভোলার লালমোহন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভায় সর্বশেষ ২০১১ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় মামলা চলমান থাকায় আর নির্বাচন হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করা হয়েছে।

লালমোহন পৌরসভার পূর্বের ৯টি ও নতুন ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ৬ হাজার ৬০৭ জন।

দীর্ঘদিন পর লালমোহন পৌরসভার তফসিল ঘোষণা করায় এলাকার ভোটারদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসাহ আমেজ দেখা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ