শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আসামে 'অবৈধদের' জন্য বন্দীশিবির বানাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর দেশটির সরকারের বিতর্কিত নানা পরিকল্পনা সামনে আসছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, অধিকৃত জম্মু-কাশ্মিরের মতো আসামকে ‘সংরক্ষিত রাজ্য’ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন খবরে তোলপাড় সৃষ্টি হলে তা অস্বীকার করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

এরপরই গণমাধ্যমের বদৌলতে সামনে এলো চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াদের জন্য আসামে বন্দীশিবির তৈরি করার খবর। বলা হচ্ছে, দেশটির ১৯ লাখেরও বেশি ‘অবৈধ’ নাগরিককে এখনই বিতাড়িত না করে বন্দী করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ভারতের নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয, আসামে বর্তমানে ৩১টি জেলখানা রয়েছে। এর বাইরে রাজ্যের গোয়ালপাড়ায় নতুন করে ‘এক্সক্লুসিভ ডিটেনশন সেন্টার’ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ৪৫ কোটি রুপি খরচে তৈরি হতে চলা এই স্থাপনার বন্দী ধারণ ক্ষমতা ৩০০০ জন।

পুরো আসামে এমন ১১টি বন্দীশিবির তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। গোয়ালপাড়া ছাড়া বারপেটা, দিমা, হাসাও, কামরূপ, করিমগঞ্জ, লক্ষ্মীপুর, নগাঁও, নালবাড়ি, শিবসাগর ও সোনিতপুরে এ সব বন্দীশিবির নির্মাণ করা হবে।

বন্দিশিবিরগুলো তৈরিতে মোট খরচ হবে ১০০০ কোটি রুপি। আর এর ধারণক্ষমতা ৯০০০। তবে এ সব জেল প্রয়োজনে সম্প্রসারণ করা যাবে- এমন ব্যবস্থাও রাখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়া লোকজন ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এজন্য অতিরিক্ত ২০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। আরো ২০০টি ট্রাইব্যুনাল আগামী তিন মাসে স্থাপন করা হবে। ট্রাইব্যুনালের রায়ে চূড়ান্ত হওয়া অবৈধদের এ সব বন্দীশিবিরে রাখা হবে।

অবশ্য এ বিষয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি বা আসামের রাজ্য সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এ তথ্য অস্বীকারও করেনি দেশটির সরকারি সূত্রগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ