শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


একসঙ্গে তিন তালাক: শাস্তির আইন হলো পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

একই সঙ্গে তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হলো পাকিস্তানেও।

বাগী টিভির রিপোর্ট অনুসারে, ফেডারেল আইনমন্ত্রী ফ্রোগ নাসিম বলেছেন, যদি তিন তালাককে কুরআন, হাদিস শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করে তাহলে আমরাও এ বিষয়ে আইন করতে পারি।

আইন ও বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ ফাতিয়ার বলেন, ইসলামিক ধর্মতত্ত্ব কাউন্সিল উত্তরাধিকার ও বিবাহবিচ্ছেদের অধীনে এ আইনটিকে সমর্থন করেছে।

ডা. কিবলা আয়াজ বলেন, আইনশাসনের একই আসনে তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করতে হবে।

ইসলামিক ধর্মতত্ত্ব কাউন্সিলের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছিলেন, একই সময়ে তিন তালাক দিলে ইসলামে কী শাস্তি রয়েছে? যার জবাবে কিবলা আয়াজ বলেছিলেন, হযরত ওমর রা. এর যুগে বিবাহবিচ্ছেদকারীকে শাস্তি দিয়েছিলেন।

তিনি অবশ্যই কুরআন ও হাদিসে পাওয়ার পরই শাস্তি দিয়েছেন। ইসলামী আইন কাউন্সিল শাস্তির তিনটি ক্ষেত্র নিশ্চিত করবে।

আইনমন্ত্রী আরো বলেন, হযরত ওমর যদি একই সাথে তিন তালাকের শাস্তি দেয় তবে আমরা এ বিষয়ে আইন করতে পারি।

সংসদ সদস্য মাহমুদ বশির জিজ্ঞাসা করেছিলেন, তালাক যদি কেউ রসিকতার করে দেয় তালাক হবে কি না?

এর জবাবে ইসলামিক ধর্মতত্ত্ব কাউন্সিল বলেন, কৌতুক করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। একযোগে তিনটি তালাককে ফৌজদারি অপরাধ হিসাবে সুপারিশ করেছেন তারা। ডা. কিবলা আয়াজ বলেন, একজন ব্যক্তিকে তালাক দেওয়া অপরাদ। তবে ইসলাম এর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তালাক দিতে হলে সে নিয়ম অনুযায়ী তালাক দিতে হবে।

উল্লেখ্য, তিন তালাক এমনিতেও ১৯৬১ সাল থেকে নিষিদ্ধ ছিলো পাকিস্তানে। তবে এ ব্যাপারে কোনো শাস্তির বিধান ছিলো না দেশটির সংবিধানে।

সূত্র: বাগী টিভি উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ