শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কাবুলের মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১০ বেসামরিকের মৃত্যুসহ আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন।

এএফপির বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে এই বিস্ফোরণটি ঘটে। তখন বিকট শব্দের সঙ্গে ঘন কালো ধোঁওয়ার কুণ্ডলী চারিদিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ দিকে কাবুল পুলিশের মুখপাত্র ফিরদৌস ফারামার্জ 'এএফপি'কে বলেছেন, 'পূর্বাঞ্চলীয় নাইন্থ পুলিশ ডিস্টিক্ট্রের সদর শহরে আচমকা এই বিস্ফোরণটি ঘটেছে।

এতে সকল হতাহতকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুব শিগগিরই এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফিরদৌস ফারামার্জ আরও বলেন, যদিও গোটা এলাকাটি একটি ভিআইপি জোন হিসেবেই পরিচিত। সে কারণে তখন অঞ্চলটিতে কড়া পুলিশি প্রহরাও ছিল। যদিও এসবের মধ্যে ঠিক কেমন করে এই বিস্ফোরণটি ঘটল এবার তা খতিয়ে দেখা হচ্ছে।

আফগান ন্যাশনাল সিকিওরিটি অফিসের দাবি, মূলত স্থানীয় পুলিশ চেক পোস্টকে লক্ষ্য করেই এ হামলার ছকটি কষেছিল।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার না করলে এর জন্য সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোকে দায়ী করছে প্রশাসন।

অপর দিকে মার্কিন দূতাবাসে উপস্থিত এক বিদেশি সংবাদ কর্মী গোটা ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে তিনিই টেলিফোন বিষয়টি পুলিশকে অবহিত করেন।

বর্তমানে গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তাছাড়া কাবুলজুড়ে নাকা তল্লাশিও চালানো হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ