আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বিপন্ন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের এক অধিবেশনে ডমিনিক রাব এ মন্তব্য করেন।
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা রয়েছে এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি তাদের দ্বিপাক্ষীয় বিষয়।
শিমলা চুক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিয়ে সেই সমস্যা তাদেরই সমাধান করতে হবে। তবে বর্তমানে কাশ্মিরের মানবাধিকার সংকটের বিষয়টি আন্তর্জাতিক।
তিনি আরও বলেন, কাশ্মিরের জনগণের মানবাধিকার সংরক্ষণ হচ্ছে কিনা তা ব্রিটেন খাতিয়ে দেখবে এবং সেখানকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবে। এটা আন্তর্জাতিক সমাজের একটি দায়িত্ব।
কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কাশ্মিরের বিশেষ সুবিধা সংবিধান থেকে বাতিলের পর ভারত সরকার সেখানকার বাসিন্দাদের আটক ও নির্যাতনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করে দিয়েছে বলে প্রচুর খবর রয়েছে।
তাই দেশটির সংবিধানের ওপর সম্মান প্রদর্শন পূর্বক সেখানকার জনগণের মানবাধিকার রক্ষার বিষয়টিতে জোর দিচ্ছে ব্রিটেন।
সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ সুবিধা ৩৭০ ধারা বাতিলের পর সেখানকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে স্বোচ্চার হন ব্রিটেনের লেবার, এসএনপি ও কনজারভেটিভ দলের এমপিরা।
পার্লামেন্ট অধিবেশনে লেবার এমপি হিউ গ্যাফনি বলেন, কাশ্মির উপত্যকায় প্রয়োজনীয় ওষুধের ৯০ শতাংশেরও বেশি আসে দেশটির মূল ভূখণ্ড থেকে। কিন্তু সম্প্রতি অঞ্চলটিতে কড়াকড়ির কারণে সেখানে ওষুধের মজুদ কমছে। যার ফলে সেখানকার হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না।
পার্লামেন্টে আরেক লেবার এমপি পল ব্লমফিল্ড জানতে চান, কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন পুনারায় ফিরিয়ে দেওয়ার জন্য কমনওয়েলথ ও জাতিসংঘের মাধ্যমে ভারতের ওপর কোন ধরনের চাপ প্রয়োগ করা হবে কিনা? এছাড়াও স্কটল্যান্ডে বসবাস করা কাশ্মিরি জনগণের কথা জানান গ্লাসগোর এমপি অ্যালিসন থিউলিস।
-এটি