শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডি কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সিআইডি ইন্সপেক্টর মোশাররফ হোসেন নিহত হয়েছেন। তার মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এ যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সো‌হেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পূবাইলের উলুখোলা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে পেছনের দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ