সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ

দায়িত্ব পেয়েই ‘চাঁদাবাজদের’ বিরুদ্ধে হুশিয়ারী দিলেন ছাত্রলীগের নতুন সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব পেয়েই চাঁদাবাজি বা টেন্ডারবাজির বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পাই এবং যদি কেউ ছাত্রলীগের সুনাম নষ্ট করে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জয় আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ পরিচালিত হবে। নেত্রী যেভাবে বলবেন, ঠিক সেভাবেই ছাত্রলীগ চলবে। কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব।

এ সময় পাশে থাকা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য কমিটির সদস্যদের আশ্বস্ত করে বলেন, শোভন-রাব্বানীর সঙ্গে যারা কাজ করেছেন, তাদের কাউকে বঞ্চিত করা হবে না। তবে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলো আবার হতে দেব না। যারা ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের কাউকে বঞ্চিত করা হবে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন নাহিয়ান খান জয় ও লেখক।

উল্লেখ্য, চাঁদাবাজিসহ নানা অভিযোগের মুখে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারাতে হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ