আওয়ার ইসলাম: অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার বেলা ১টার দিকে হামলার এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার পূর্বনিধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ ও কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে মিছিল শেষে ব্যবসায় শিক্ষা অনুষদে স্মারকলিপি দিতে যান আন্দোলনকারীরা।
একই সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চার দফা দাবিতে স্মারকলিপি দিতে যান ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। পরে সেখান থেকে চলে আসে আন্দোলনকারীরা।
এ ঘটনায় কোটা সংস্কার আন্দোলন ও বাম সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আসিফ মাহমুদ নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।
জানা যায়, ছাত্রলীগের ব্যানারে যারা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী
এ ব্যাপারে আন্দোলকারী শিক্ষার্থীদের একজন আল মাহমুদ তাহা জানান, আজকে ঢাবি শিক্ষার্থীদের বাণিজ্য অনুষদের ডিন অফিস ঘেরাও কর্মসূচিতে ডিন ও সহকারী প্রক্টরের নির্দেশে আমাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে।’
হাসান হাবিব নামে আরেক আন্দোলনকারী জানান, হামলায় আসিফ নামের এক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে। এছাড়া নাজমুল, বিন ইয়ামিন মোল্লা, সিফাত, শ্রবণী শফিক দিপ্তীসহ আরো অনেকেই আহত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেয়া। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ করা।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করে হামলার বিচার দাবি করেন।
-এটি