আওয়ার ইসলাম: রাজনৈতিক সদিচ্ছা থাকলে সিটি করপোরেশন যেভাবে চাইবে সেভাবেই উচ্ছেদ অভিযানে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণ নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমি আপনাদের কথা দিতে পারবো, আপনার যেভাবে চাইবেন আমাদের থানার ওসিসহ অন্যদের নিয়ে সব ধরনের সহযোগিতা করবো। হকারদের বিষয়টি বিবেচনা করার কোন বিষয় আছে কি না, এটা রাজনৈতিক নেতারা বুঝবেন।
তিনি আরও বলেন, হকার কে বা কারা বসাচ্ছে তা নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে। আমাদের এখন একটি সিদ্ধান্তে আসতেই হবে। সেটি হলো জনগণের চলাচলের রাস্তা পরিষ্কার রাখা।
কমিশনার হকারদের বিষয়ে বলেন, হকারদের জন্য হকার্স মার্কেট রয়েছে। হকার্স মার্কেটে এখন কোন হকার নেই। তারা এখন কোটিপতি। হকার্স মার্কেটও এখন দখলবাজদের খপ্পরে। হকারদের বিষয়টি বিবেচনা করার কোন সুযোগ আছে কিনা সেটা রাজনৈতিক নেতারা দেখবেন। ছুটির দিনে বা সান্ধ্যকালীন সময়ে তাদের ব্যাবসা করার সুযোগ দিবেন কিনা এটা তাদের বিষয়।
-এএ