আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বলেছেন, তার দেশের দুটি তেলক্ষেত্রের ওপর হামলার জবাব দেয়ার মতো ক্ষমতা রিয়াদের রয়েছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি বলেন, এই হামলাগুলোর লক্ষ্য কেবল সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাই ছিল, এগুলো বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকিও ছিল।
এ ধরনের হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন বাদশাহ সালমান।
তবে তিনি ইরানের নাম উলেস্নখ করেছেন কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিয়াদের অভিযোগ, সৌদি ঘাঁটিগুলোতে হামলায় ব্যবহৃত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরান সরবরাহ করে।
গত ১৪ সেপ্টেম্বর হামলার পর এটাই দেশটির সর্বোচ্চ ব্যক্তির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। কারণ হামলার পর সেভাবে মুখ খোলেনি সৌদি।
তবে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানান, সন্ত্রাসী হামালা মোকাবিলায় রিয়াদ সক্ষম ও প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের এক বিবৃতিতেও বলা হয়, ট্রাম্প এমবিএসকে জানিয়েছেন, ড্রোন হামলার পর সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স
-এটি