শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


চাঁদাবাজির অভিযোগে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়ার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছেন। এতে আটককৃত দুই যুবলীগ নেতা ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ ও তুহিনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, চাঁদাবাজির অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের এ সব নেতাদের বিরুদ্ধে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃষ্টি, টেন্ডারবাজি ও অস্ত্রবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ