শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কাঁঠালিয়ায় ১০ দিন ধরে মাদরাসাছাত্র আরিফ নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির কাঁঠালিয়ায় আরিফ আহম্মেদ হাওলাদার (১২) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আরিফ আহম্মেদ উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. আবদুল হালিম হাওলাদারের ছেলে। সে স্থানীয় পুর্ব ছিটকি হাফেজি মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সে মাদরাসার আবাসিক হলে থেকে পড়াশুনা করতো।

এ ঘটনায় নিখোঁজ মাদরাসাছাত্রের নানা আলহাজ্ব মো. শাহজাহান সিকদার বাদী হয়ে রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাজারে পাঞ্জাবি আনার কথা বলে বের হয়ে আর মাদরাসায় ফেরেনি আরিফ। মাদরাসা বা বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুস সালাম জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডির কপি বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ