শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জুয়াকে জায়েজ করার সুযোগ নেই: চট্টগ্রাম সিটি মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কোথাও বলা হয় নাই জুয়ার আসর বসিয়ে ক্লাব পরিচালনা করতে হবে।

সংবিধানে জুয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ, ইসলামেও নিষিদ্ধ। সতরাং এটা জায়েজ করার সুযোগ নেই।’ এমনটি বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি আরও বলেন, যারা জুয়ার বোর্ড বসাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আমান বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে মেয়র এসব কথা বলেন।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, ‘চট্টগ্রামে অনেকগুলো ক্লাব আছে। আমিও একটি ক্লাবের সভাপতি। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি পরিচালনা করি।

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিসসহ অনেকগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি ব্রাদার্স ইউনিয়নের কোনো ক্লাবঘর করিনি।

কারণ ক্লাবঘর করলে সেখানে নানারকম অনৈতিক কাজকর্ম হতে পারে। আমি তো আর সবকিছু চোখে চোখে রাখতে পারব না।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম, কাউন্সিলর এইচএম সোহেল, সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, জাহানারা ফেরদৌস, সাবেক কাউন্সিলর জাফর আলম, ব্রাদার্স ইউনিয়ন পরিচালক ওয়াহিদুল আলম শিমুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ