আওয়ার ইসলাম: বরিশালের দক্ষিণ আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রুম দখল করে জুয়ার আসর বসানোয় স্থানীয় এক যুবলীগ নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষ থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটক যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের দূর সর্ম্পকের ভাতিজা। এছাড়া অন্যরা হলেন- আরিফ সরদার, সাদেক সরদার, ইকবাল, জিয়াউদ্দিন তিতাস, মুহা. শামীম, বিপ্লব, এনাম মাহমুদ রাকিব ও সুমন খান ওরফে নাকে কালি সুমন।
আজ সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একদল যুবক নুরিয়া স্কুলের ওই শ্রেণি কক্ষটি দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার রাতেও তারা সেখানে জুয়ার আসর বসায়।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে স্কুলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় সেখান থেকে নয় তাদেকে আটক করা হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বলেন, সারাদেশের মত বরিশালেও মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে পুলিশ। তারাই অংশ হিসেবে নুরিয়া স্কুলে অভিযান চালিয়ে নয়জন জুয়ারিকে আটক করা হয়েছে।
-এএ