আওয়ার ইসলাম: যশোরে এক মাদরাসা শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে কেশবপুর বাজার এলাকায় ভাল্লুকঘর আজিজিয়া ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই অনিয়ম ও দুর্নীতি করে আসছে। এ ঘটনায় প্রতিবাদ করায় গত ১৭ই সেপ্টেম্বর মাদরাসার ক্যাম্পাসে আরবি প্রভাষক হাদিউজ্জামান সোহাগের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
মানববন্ধনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।
আরএম/