শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বাবার সঙ্গে হবিগঞ্জে মিন্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী ও সাত নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি হবিগঞ্জে বেড়াতে এসেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় এই তথ্য নিশ্চিত করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি মিন্নির সঙ্গে রয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুরে তার মামাতো বোনের বাসায় বেড়াতে এসেছেন মিন্নি।

মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নি এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করছেন। মানসিকভাবে যাতে প্রশান্তি পায় সেজন্য মিন্নিকে নিয়ে তার মামাতো বোনের বাসায় এসেছি।

তিনি আরো বলেন, মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্যাসফিল্ডের বাংলোতে আমরা উঠেছি। স্থানীয় পুলিশ অমাদের অবস্থান সম্পর্কে অবগত আছে। ইতোমধ্যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মিন্নিকে নিয়ে তিনি হবিগঞ্জ ত্যাগ করবেন বলেও জানিয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, বিষয়টি আমার জানা নেই।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, মিন্নির অবস্থান সম্পর্কে আমরা অবগত আছি। এ ব্যাপারে পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ