আওয়ার ইসলাম: ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালাকে উপহাস করছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
মাহাথির মোহাম্মদ আরো বলেন, বায়তুল মুকাদ্দাসে ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর মাধ্যমে ইসরায়েল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও নীতিমালাকে উপহাস করছে।
এ সময় তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রসঙ্গও ভাষণে তুলে আনেন। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিশ্বের চোখের সামনে তাদের হত্যা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বের ভাবার সময় এসেছে।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সরকারি বাহিনীর বর্বরতার কারণে প্রায় আট লাখ রোহিঙ্গা উদ্বাস্তু প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।
সরকারি বাহিনী রাখাইনে মুসলিম গ্রামগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’।
-এটি