শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আফগানিস্তানে নির্বাচনের মধ্যে কান্দাহারে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় ভোর ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৩টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার পরই কান্দাহারে একটি পুলিশ স্টেশনের কাছে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র মধ্যে। এই নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। দেশ জুড়ে মোতায়েন রয়েছে ৩ লাখ নিরাপত্তাকর্মী।

আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। সে সময় দুই জনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর আশরাফ গনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত সরকারের প্রধান নির্বাহীর পদ নেন।

গত বুধবার রাতে শেষ হয়েছে ২৮ দিনের নির্বাচনী প্রচারণা। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি প্রয়োজন। আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ