শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইমরান খানের স্পষ্ট বক্তব্য, কাশ্মীরিদের পক্ষে লড়াই করা জিহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোকে জিহাদ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের কেউ পাশে থাকুক বা না থাকুক আমরা কাশ্মীরিদের পাশে থাকব সবসময়।

আজ রোববার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ কথা বলেন তিনি।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির মন্ত্রী পরিষদের সদস্য ও তেহরিকে ইনসাফের নেতারা ইমরান খানকে স্বাগত জানাতে গেলে বিমানবন্দরে আগত নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান এ কথা বলেন।

বিমানবন্দরের বাইরেও হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে আসেন। তিনি বলেন, কাশ্মীরিদের ওপর জুলুম চলছে। এই মুহূর্তে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য জিহাদ।

আমরা কাশ্মীরিদের পাশে রয়েছি, কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

কাশ্মীরে মানবিক সংকট ও সেখানকার নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ