বেলায়েত হুসাইন: তুরস্কের ইস্তাম্বুলে পঞ্চমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক আরবি বইমেলা। আরব বিশ্বের বাইরে এটাই আরবি বইয়ের সর্ববৃহৎ মেলা হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে।
শনিবার তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের ইয়ানি কাবিতে অবস্থিত ইউরেশিয়া কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।
তরুণ তুর্কী প্রজন্মকে আরবি ভাষা শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। কেননা, আরবি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষা।
এ বছর মেলাতে ১৫ টি দেশের অন্তত ২০০ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পঞ্চম আন্তর্জাতিক বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, 'আল কিতাবু ইয়াজমায়ুনা'(বই আমাদের ঐক্যবদ্ধ করবে)।
যেসব বইয়ে এবারের মেলায় পাঠকদের সবচে বেশি আগ্রহ থাকবে বলে আশা করা হচ্ছে, সেগুলো হলো, জামাল খাশোগজি হত্যার অপরাধ, তুর্কী সংস্কৃতির ভান্ডার এবং সাংবাদিকতা বিষয়ক একাধিক বই।

আরব বসন্তের পরে তুরস্কে আসা শরণার্থী মিলিয়ে দেশটিতে কমপক্ষে ৯০ লক্ষ আরবি মানুষের বসবাস। তাছাড়া, তুরস্কের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে অন্তত দেড়লক্ষাধিক আরব শিক্ষার্থী-তাদের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইস্তাম্বুলের আরবি বইমেলা। সকাল থেকে রাত পর্যন্ত মেলায় এসব আরবদের উপস্থিতি চোখে পড়ার মতো।
এই বছরের মেলায় স্পন্সর করেছে সরকারি বেসরকারি কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান-এর মধ্যে উল্লেখযোগ্য হলো,তুর্কি পাবলিশার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আরবি বুক পাবলিশার্স এবং আনাদুলু নিউজ এজেন্সি ও রেডিও মিস্ক।
উল্লেখ্য, ৯ দিনব্যাপী আন্তর্জাতিক এই বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে আগামী ৬ অক্টোবর।
আরএম/