শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বাদশাহ সালমানের দেহরক্ষীকে যেভাবে হত্যা করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবের বাদশাহ শাহ সালমান বিন আবদুল আজিজের ব্যক্তিগত দেহক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল-ফাগামের হত্যার বিবরণ নিয়ে রোববার মক্কার পুলিশ এক বিবৃতি দিয়েছেন।

সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’ এর বরাতে আল আরাবিয়া জানায়, বাদশাহ সালমানের দেহরক্ষী গত শনিবার তার বন্ধু তুরকি বিন আবদুল আজিজ আল-সাবতির সাথে জেদ্দার একটি উপকূলীয় অঞ্চলে সাক্ষাৎ করতে যান।বৈঠক চলাকালীন তাদের সঙ্গে দেখা করতে আসেন মামদোহ বিন মাশাল আল আলী।

এক পর্যায়ে মেজর জেনারেল আবদুল আজিজ আল-ফাগাম এবং মামদোহ আল আলীর মধ্যে তর্ক লেগে যায়। এর কিছুুক্ষণ পরই অস্ত্র হাতে মেজরকে দেখতে পান সেখানকার উপস্থিত লোকজন। মেজর নিজেকে রক্ষা করার আগেই সেখানের কয়েকজন লোক জেনারেল আবদুল আজিজ আল-ফাগামকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।

আহতদের মধ্যে তুর্কি বিন আবদুল আজিজ আল-সাবতির ভাই ও তার সাথে কাজ করা একজন ফিলিপিনো চাকরও ছিলো।

মুখপাত্রের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা ঘরের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

তারপরও তারা আত্মসমর্পণ না করায় অভিযুক্তদের আইন প্রয়োগকারী কর্মকর্তারা গুলি করে হত্যা করে মেজরের মৃতদেহ উদ্ধার করে।

জেনারেল আবদুল আজিজ আল-ফাগামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে ডাক্তারগণ তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে অভিযুক্তদের নির্বিচারে চালানো গুলিতে বাদশা আবদুল আজিজের দেহরক্ষীর বন্ধু তুরকি বিন আবদুল আজিজ আল-সাবতি, ফিলিপিনো নাগরিক জেফ্রি ডালিনো, সারবোজ ইংসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

সূত্র: এসপিএ, আল-আরাবিয়া উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ