আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল রোগে আক্রান্ত আরও এক শিশু শনাক্ত করা গেছে বলে জানা যায়।
তার নাম সিজান, বয়স প্রায় ৪। বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের নামো মিংরইল গ্রামে। বাবা টুলু মণ্ডল পেশায় ঘরের টিনের চালার মিস্ত্রি।
মা গৃহিণী। পরিবারে ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে সিজান। তার শরীরের ডান হাত ও বুকে ওপরে পশুর মত লোম গজাচ্ছে। সেখান থেকে বের হচ্ছে দুর্গন্ধ।
সিজানের মা শিরিন জানান, ছেলের বয়স যখন ২ মাস তখন শরীরের এ কালো দাগ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়।
তখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আজ অবধি একটি মলম ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু ক্রমেই কালো দাগটি বাড়ছে।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সিজানের পিতার পক্ষে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করাও সম্ভব হচ্ছে না। শিশুটির পরিবার দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
-এটি